রবিবার, ২৬ জুলাই, ২০২০

প্রবাসী সেবা পরিচিতি

প্রবাসী সেবা










প্রবাসী সেবা প্রবাসীদের কল্যাণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ও বেসরকারি  সকল সেবার তথ্য নিয়ে তাদের ওয়েবসাইটে হাজির হয়।



👉 “জানুন, শিখুন, জানান”



এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রবাসী সেবা ২০১২ সালে তাদের কার্যক্রম চালু করে। দেশ অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। অথচ প্রবাসীরা সব ক্ষেত্রে দেশে প্রায়ই উপেক্ষিত হয়েছেন, অবহেলিত হয়েছেন। এর জন্য শুধুমাত্র সরকারকে বা কোন প্রতিষ্ঠানকে দায়ী করলে চলে না। কারণ সরকার ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান প্রবাসীদের  কল্যাণে বিভিন্ন ভাবে নিবেদিত। তাঁদের অধিকার ও মর্যাদা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

😢 দুঃখের বিষয় প্রবাসীরা তাঁদের অধিকার, সেবা, বিভিন্ন সুযোগ-সুবিধা, পাওনা, আদায়, লাভ-ক্ষতি, কল্যাণ সব বিষয়ে উদাস, বিষণ্ণ, হতাশ, খেয়ালী, বিমর্ষতা পূর্ণ। তাই তাঁরা তাঁদের ন্যায্য পাওনা বুঝে নিতে পারে না। ক্ষতিগ্রস্ত ও অবহেলিত হয় সবসময়।



😀 তাই প্রবাসী ভাই-বোন ও প্রবাসীর পরিবারের সকল সদস্য ও বন্ধুবান্ধব সকলের প্রবাসী সেবা ব্যবহার করা উচিৎ। এখানে আপনি প্রবাসী যে কোন তথ্য, পরামর্শ ও তথ্য সেবা পাবেন যা সম্পূর্ণ বিনামূল্যে। একটি সঠিক তথ্য আপনার জীবন বদলে দিতে পারে, আপনি প্রতারণার হাত থেকে রক্ষা  পেতে পারেন, আপনার পরিবার ও বন্ধুবান্ধব উপকৃত হতে পারে।

তাই আপনি প্রবাসী সেবার সাথে যুক্ত থাকুন এবং আপনার পরিচিত জনকে শেয়ার করুন, জানিয়ে দিন সঠিক তথ্য সবার আগে।


প্রবাসী সেবা
🏠
প্রবাসী কল্যাণ ভবন
৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড
ইস্কাটন, ঢাকা -১০০০

ওয়েব : 🔎 www.probashiseba.org
ই-মেইল : 📩 probashiseba@gmail.com
হেল্প ডেস্ক :
📞+৮৮০১৭২৩২২০৫৩০

সেবা নিতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিদেশ যাওয়ার পূর্বে জেনে নেয়া জরুরী

প্রবাসী সেবা কি?

প্রবাসী সেবা ✅ 🧑‍🔧 প্রবাসীদের জন্য সরকারি ও বেসরকারি সকল সেবার তথ্য নিয়ে আমাদের সকল আয়োজন। 📖 জানুন, শিখুন, জানান এই প্রতিপাদ্য নিয়ে আমরা...